মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ব্রাঞ্চের মানিকছড়ি উপজেলা ইউনিট।
রবিবার (১৩ জানুয়ারি) সকালের সংগঠনের উপজেলা ইউনিটের দলনেতা রবিউল হাসান সঞ্চালনায় ও হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।
এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম (চেয়ারম্যান), রেডক্রিসেন্টের আজীবন সদস্য ও সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাবেক যুব প্রধান চিংওয়ামং মারমা মিন্টু, থোয়াইঅংপ্রু মারমা, জেলা রেডক্রিসেন্ট প্রতিনিধি আবদুর রহিম ও সিনিয়র যুব সদস্য মো. আহাদান প্রমূখ।
বিতরণ কালে বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আত্মমানবতার সেবায় নিয়োজিত। পার্বত্য এলাকায় যেকোন প্রাকৃতিক দূর্যোগের মোকাবেলাসহ নানা স্বেচ্ছাসেবী কার্যক্রমে অগ্রণী ভুমিকা পালন করে থাকে। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব- অসহায় অর্ধশতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।