মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় যোগ্যাছোলা শহীদ মিনার চত্বরে উপজেলা যুদলের যুগ্ন আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও এমদাদুল হকের যৌথ সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মো. আবুল বশর, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, ওলামা দলের সভাপতি মাওলানা অলি উল্লাহ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন রানা, যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ভুট্টোসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপিকে বাংলাদেশ থেকে নির্মুল, ধ্বংস করার জন্য নেতা কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করেছে। নেতাকর্মীকে জেল-জুলুম চালিয়েছে। জেল-জুলুম চালিয়েও মানুষের মন থেকে বিএনপি দূরে রাখতে পারেনি। আজ হাজারো বিএনপি কর্মী সমাবেত হয়েছে। আওয়ামীলীগের দুঃশাসনকালের সকল ষড়যন্ত্র, মামলা-হামলা, দূর্নীতি, অবিচার ও একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে বিএনপি আগামীতে দেশের সেবক হিসেবে কাজ করবে। আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন।
কর্মী সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।