মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মানিকছড়ি উপজেলা বিএনপি সভাপতি মো. এনামুল হক এনাম। এসময় বিভিন্ন পূজা মন্ডপে উদযাপন কমিটি নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিকে উপজেলায় বিএনপির সভাপতি মো এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মো মীর হোসেনের নেতৃত্বে তিনটহরী পূজা মন্ডপ, একসত্যাপাড়া পূজা মন্ডপ, বড়ডলু বড়ইতলী পূজা মন্ডপ ও শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় উপজেলা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বাবুল দেওয়ানজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।