মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মানিকছড়ি উপজেলায় গচ্ছাবিল শ্রী রাধা মদন গোপাল সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীল রাধা মদন গোপাল দাস বাবাজী মহারাজের ২৩ তম স্বরণ সভা তিথি ও মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে সার্বজনীন অষ্টরপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উৎসব। উৎসবটি মঙ্গলবার ও বুধবার (১১ ও ১২ মার্চ) শ্রী শ্রী রাধা মদন গোপাল সেবাশ্রম পরিচালনা কমিটির আয়োজনে সনাতন ধর্মালম্বীদের দুইদিন ব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত।
অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উৎসব উদযাপন পরিষদের সভাপতি ভূবন কান্তি নাথ জানান, মানিকছড়িতে ১১ মার্চ থেকে এই অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়ে ১২ মার্চ ব্রাহ্মমূহর্তে মাঙ্গলিক শঙ্খধ্বনি ও কীর্ত্তন চলছে। বুধবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের মহাপ্রসাদ আস্বাদন।
এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলায় বিএনপি সভাপতি এনামুল হক এনাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ সভাপতি বাবু দেওয়ানজী, সাধারণ সম্পাদক সজ্ঞয় দেবনাথ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ আহ্বায়ক মিলন কান্তি দে, সদস্য সচিব আশীষ বরণ সেন, উপজেলা জম্মঅষ্টমী উদযাপন পরিষদ সভাপতি প্রিয়তোষ কুমার নাথ, সাধারণ সম্পাদক ডাঃ বিষ্ণু মল্ল, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথসহ সমাজসেবক ডাঃ অমল কান্তি দাশসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা