বিশেষ প্রতিবেদকঃ
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০ টায় রয়েল কাতার এয়ার এ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পথে রওনা হয়েছেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহর বিমান বন্দরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে দিকে গুলশান বাসা থেকে বের হলে হাজার হাজার উপস্থিত নেতাকর্মীরা স্বাগত জানান। গুলশান থেকে বিমান বন্দর পর্যন্ত রাস্তার দু’দিকে হাত উচিয়ে স্বাগত ও অভিনন্দন জানান।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত সুচিকিৎসার উদ্দেশ্য যুক্তরাজ্য রওনা করায় নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকল নেতাকর্মীদের একটাই আশাবাদ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন আগত বিএনপির নেতাকর্মীরা।