এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার, চট্টগ্রামঃ
বুধবার (১৮ই ডিসেম্বর) ২০২৪ খ্রিঃ।সকাল ১০ টা ৩০ মিনিটের সময়, জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪ ও ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করে বলেন, রাঙ্গামাটিতে বিদেশগামীদের দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং বিদেশগামী আগ্রহী প্রার্থীদের দালালের ফাঁদ থেকে বের করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। এছাড়াও প্রবাসীদের দালালদের ফাঁদ থেকে বের করতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আরো বেশি এগিয়ে আসতে হবে বলে জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক।
এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছেঃ “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এই শ্লোগানে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বকতুল ইসলাম, রাঙ্গামাটি প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপক দর্পণ চাকমা,সহ অন্যান্য কর্মকর্তারা ও বক্তব্য রাখেন।
আলোচনা সভাশেষে রাঙ্গামাটির ৩ জন সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং সাতজন শিক্ষার্থীর মাঝে, শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে দিনব্যাপী প্রবাস মেলার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন।