Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে আওয়ামী লীগের সংবর্ধনা

  • প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে
print news

 

নিজস্ব প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করেছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের পৌর চত্ত্বর মাঠে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই সংবর্ধনা দেয়া হয়।

IMG 20240201 184541

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো শাওয়াল উদ্দিন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা

প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বিগত সময়ে পার্বত্য এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সবকিছু বাস্কবায়ন করা হয়েছে। যেসমস্ত কাজ কিছু কিছু এলাকায় এখনো সমাপ্ত হয়নি। আগামী এই কাজ সমাপ্ত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

IMG 20240201 184748

পাহাড়ে শান্তি বজায় রাখা সকলের কর্তব্য। দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামকে সকর সম্প্রদায়ের উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই অঞ্চলের মানুষদের কথা ভাবে। দেশের শান্তির কথা ভাবে বলে আজ পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করতে সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ৪১ সালের মধ্যে অন্যান্য জেলার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকেও স্মার্ট বাংলাদেশে পরিনত করা হবে। এটাই একমাত্র বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্যে উদ্দেশ্য।

 

লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

রাঙামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে আওয়ামী লীগের সংবর্ধনা

প্রকাশিত: ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
print news

 

নিজস্ব প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করেছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের পৌর চত্ত্বর মাঠে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই সংবর্ধনা দেয়া হয়।

IMG 20240201 184541

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো শাওয়াল উদ্দিন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা

প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বিগত সময়ে পার্বত্য এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সবকিছু বাস্কবায়ন করা হয়েছে। যেসমস্ত কাজ কিছু কিছু এলাকায় এখনো সমাপ্ত হয়নি। আগামী এই কাজ সমাপ্ত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

IMG 20240201 184748

পাহাড়ে শান্তি বজায় রাখা সকলের কর্তব্য। দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামকে সকর সম্প্রদায়ের উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই অঞ্চলের মানুষদের কথা ভাবে। দেশের শান্তির কথা ভাবে বলে আজ পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করতে সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ৪১ সালের মধ্যে অন্যান্য জেলার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকেও স্মার্ট বাংলাদেশে পরিনত করা হবে। এটাই একমাত্র বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্যে উদ্দেশ্য।