বিশেষ প্রতিবেদকঃ
রাঙামাটি শহরস্থ ভেদভেদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের শুভ শুক্লা ত্রয়োদশী উপলক্ষে দিনব্যাপী মাসিক মাঙ্গলিক অনুষ্ঠানাধি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিার (২৪ ডিসেম্বর) মাসিক অনুষ্ঠানে শত শত ভক্ত নর-নারীদের পদচারণায় মন্দির প্রাঙ্গন মিলন মেলায় পরিণত হয়। মাসিক অনুষ্ঠান উপলক্ষে ব্রহ্ম মুহূর্তে আরতী সকাল ৯ ঘটিকা থেকে সমবেত প্রার্থনা মহানাম সংকীর্তন, দুপুর ১ টায় ভোগ নিবেদন করা হয় এবং মহানাম সংকীর্তনের পর অন্নপ্রসাদ বিতরণ করা হয়। বেলা ৪ ঘটিকায় লোকনাথ বাবাকে রাজ ভোগ নিবেদন করা হয়।
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের শুভ শুক্লা ত্রয়োদশী উপলক্ষে দিনব্যাপী মাসিক মাঙ্গলিক অনুষ্ঠানাধি সন্ধ্যা ৬ ঘটিকায় শীতল ভোগ নিবেদন এবং সমবেত প্রার্থনা মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা