Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটি শহরে প্রতিরোধের স্মার্ট রবির ল্যাম্প পোস্ট সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ

print news

 

 

সিনিয়র প্রতিনিধিঃ

 

রাঙামাটি শহরে বনরুপা মৈত্রী বিহার সামনে এলাকাবাসীর প্রতিরোধের মুখে রবির স্মার্ট ল্যাম্প পোস্ট সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২৯ জুন) এলাকাবাসীর পক্ষে নুরুল আলম (মিয়া) আরমান ও নুর আজাদ চৌধুরী প্রতিবেদকে জানায়, আমাদের বাড়ীর প্রবেশ মুখে সড়কের ওপর দুর্ঘটনাসহ পরিবেশের মারাত্বক ক্ষতি সম্ভাবনা রয়েছে। তারা অভিযোগ করে বলেন, এখান থেকে অন্যত্র সরিয়ে আমাদের কোন আপত্তি থাকবে না।

 

প্রকৌশলী সঞ্জিব রবি কোম্পানি বলেন, স্মার্ট ল্যাম্প পোস্ট পরিবেশের কোন ক্ষতি হবে না, আমরা সংশ্লিষ্ট মন্ত্রনালয়,পরিবেশের ছাড়পত্র ও পৌরসভার অনুমতি নিয়ে কাজ করতে আসছি, স্মার্ট ল্যাম্প পোস্ট বসাইতে না দিলে নিয়ে যাবো। তবে আমরা চাইলে প্রশাসনকে জানিয়ে পুলিশ এনে বসাইতে পারবো। আমাদের ল্যাম্প পোস্ট নিদিষ্ট এলাকা নেটওয়ার্ক থাকতে হবে।

 

প্রকৌশলী সঞ্জিব ও সুপারভাইজার মেহেদী হাসান বলেন, সরকার অনুমোদিত পৌরসভার ৫ বছর চুক্তি তিনমাসের নোটিশ দিয়ে সরানো যাবে। স্মার্ট ল্যাম্প পোষ্ট সিসি ক্যামেরাসহ রাঙামাটি শহরে ৪টা হবে। রির্জাভ বাজার মালিকানা জায়গা নিয়ে সমস্যা আছে এখনো বসানো হয়নি। এলাকাবাসীর অভিযোগ মৈত্রী বিহার বনরুপা সামনে স্মার্ট ল্যাম্প পোস্ট বসানো যাবে না। ল্যাম্প পোষ্ট সিসি ক্যামেরাসহ রাঙামাটি শহরে ৪টা হবে। পৌরসভা এই জায়গাটি দেখিয়ে দিয়েছেন। কলেজ গেইট, বনরপা, তবলছড়ি, বাস টার্মিনাল ও রিজার্ভ বাজার স্মার্ট ল্যাম্প পোস্ট বসানোর সিদ্ধান্ত হয়। এলাকাবাসীরা বসাইতে না দিলে আমরা নিয়ে যাবো।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

রাঙামাটি শহরে প্রতিরোধের স্মার্ট রবির ল্যাম্প পোস্ট সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
print news

 

 

সিনিয়র প্রতিনিধিঃ

 

রাঙামাটি শহরে বনরুপা মৈত্রী বিহার সামনে এলাকাবাসীর প্রতিরোধের মুখে রবির স্মার্ট ল্যাম্প পোস্ট সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২৯ জুন) এলাকাবাসীর পক্ষে নুরুল আলম (মিয়া) আরমান ও নুর আজাদ চৌধুরী প্রতিবেদকে জানায়, আমাদের বাড়ীর প্রবেশ মুখে সড়কের ওপর দুর্ঘটনাসহ পরিবেশের মারাত্বক ক্ষতি সম্ভাবনা রয়েছে। তারা অভিযোগ করে বলেন, এখান থেকে অন্যত্র সরিয়ে আমাদের কোন আপত্তি থাকবে না।

 

প্রকৌশলী সঞ্জিব রবি কোম্পানি বলেন, স্মার্ট ল্যাম্প পোস্ট পরিবেশের কোন ক্ষতি হবে না, আমরা সংশ্লিষ্ট মন্ত্রনালয়,পরিবেশের ছাড়পত্র ও পৌরসভার অনুমতি নিয়ে কাজ করতে আসছি, স্মার্ট ল্যাম্প পোস্ট বসাইতে না দিলে নিয়ে যাবো। তবে আমরা চাইলে প্রশাসনকে জানিয়ে পুলিশ এনে বসাইতে পারবো। আমাদের ল্যাম্প পোস্ট নিদিষ্ট এলাকা নেটওয়ার্ক থাকতে হবে।

 

প্রকৌশলী সঞ্জিব ও সুপারভাইজার মেহেদী হাসান বলেন, সরকার অনুমোদিত পৌরসভার ৫ বছর চুক্তি তিনমাসের নোটিশ দিয়ে সরানো যাবে। স্মার্ট ল্যাম্প পোষ্ট সিসি ক্যামেরাসহ রাঙামাটি শহরে ৪টা হবে। রির্জাভ বাজার মালিকানা জায়গা নিয়ে সমস্যা আছে এখনো বসানো হয়নি। এলাকাবাসীর অভিযোগ মৈত্রী বিহার বনরুপা সামনে স্মার্ট ল্যাম্প পোস্ট বসানো যাবে না। ল্যাম্প পোষ্ট সিসি ক্যামেরাসহ রাঙামাটি শহরে ৪টা হবে। পৌরসভা এই জায়গাটি দেখিয়ে দিয়েছেন। কলেজ গেইট, বনরপা, তবলছড়ি, বাস টার্মিনাল ও রিজার্ভ বাজার স্মার্ট ল্যাম্প পোস্ট বসানোর সিদ্ধান্ত হয়। এলাকাবাসীরা বসাইতে না দিলে আমরা নিয়ে যাবো।