Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটিকে সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, সম্প্রীতিবান্ধব, শান্তিপূর্ন এবং সমৃদ্ধ স্মার্ট জেলায় রুপান্তরিত করতে হবে………. দীপংকর তালুকদার

  • মিকেল চাকমা
  • প্রকাশিত: ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে
print news

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং পার্বত্য রাঙ্গামাটি আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার নির্বাচনকে সামনে রেখে রিজার্ভ বাজার, ট্রাক টার্মিনালস্থ রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা সংক্রান্ত চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী,নির্বাচন পরিচালনা সংক্রান্ত কো-চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর, দপ্তর সম্পাদক, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দীপংকর তালুকদার বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলাকে একটি সন্ত্রাসমুক্ত,বৈষম্যমুক্ত, সম্প্রীতিবান্ধব, শান্তিপূর্ন এবং উন্নত সমৃদ্ধ স্মার্ট জেলায় রুপান্তরিত করার লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

দীপংকর তালুকদার ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, আমাদের ব্যর্থতা আছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের যে অবকাঠামো, একাডেমিক ভবন থেকে শুরু করে অন্যান্য জিনিস গুলো কিছু আমলাতান্ত্রিক জটিলতা কারণে আমরা ঠিকমতো এগোতে পারছি না। আগামী ৫ বছরের মধ্যে মেডিকেল কলেজের একাডেমিক ভবনসহ হাসপাতালের কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী কেন মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তা আমাদের জানা নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি কেন নির্বাচন করছে না সেটি বিএনপি ভালোই জানে। নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার অনুরোধ করেছেন নির্বাচনে আসেন। তারা যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আমরা তো সরে দাঁড়ানোর জন্য তাদের বলিনি। তিনি আরও বলেন, আমি ৭ (সাত) বার রাঙ্গামাটি আসন থেকে এমপি পদে নির্বাচন করেছি ৪(চার) বার তুমুল প্রতিদ্বন্ধীতা করে জিতেছি। ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৮ সালে বিএনপি, জনসংহতি সমিতি, ইউ পিডিএফ, জামায়াতে ইসলামী নির্বাচন করছে। এরকম প্রতিদ্বন্ধীতামূলক নির্বাচনে আমরা ৪(বার) জিতেছি সুতরাং এই প্রতিদ্বন্ধীতায় আমরা চাই। প্রতিদ্বন্ধীতা আছে বলে আওয়ামীলীগরা শক্তিশালী। আমরা চেষ্টা করছি ভোটাররা যাহাতে ভোটকেন্দ্রে আসে। নির্বাচন হবে, নির্বাচনে যে বাধা দেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় আইনানুগ ব্যবস্থা নিবে। কাজেই আমরা জনগণকে উৎসাহিত করার চেষ্টা করছি নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প নেই। আমরা ৯(নয়টা) ওয়ার্ডে ৯ টা অফিস উদ্ধোধন করেছি, গতপরশু বাঘাইছড়িতে গিয়েছি এবং আমাদের নেতাকর্মীরা প্রত্যেক উপজেলায় উঠান বৈঠক, পথসভা করছে। সেখানে বক্তব্য একটা-ই ভোট কেন্দ্রে যাবেন দলে দলে ভোটের সংখ্যা বাড়াতে হবে ডাকাতি করে নয় স্ব-শরীরে উপস্থিত থেকে আপনারা ভোটটা দিবেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

রাঙ্গামাটিকে সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, সম্প্রীতিবান্ধব, শান্তিপূর্ন এবং সমৃদ্ধ স্মার্ট জেলায় রুপান্তরিত করতে হবে………. দীপংকর তালুকদার

প্রকাশিত: ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
print news

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং পার্বত্য রাঙ্গামাটি আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার নির্বাচনকে সামনে রেখে রিজার্ভ বাজার, ট্রাক টার্মিনালস্থ রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা সংক্রান্ত চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী,নির্বাচন পরিচালনা সংক্রান্ত কো-চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর, দপ্তর সম্পাদক, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দীপংকর তালুকদার বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলাকে একটি সন্ত্রাসমুক্ত,বৈষম্যমুক্ত, সম্প্রীতিবান্ধব, শান্তিপূর্ন এবং উন্নত সমৃদ্ধ স্মার্ট জেলায় রুপান্তরিত করার লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

দীপংকর তালুকদার ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, আমাদের ব্যর্থতা আছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের যে অবকাঠামো, একাডেমিক ভবন থেকে শুরু করে অন্যান্য জিনিস গুলো কিছু আমলাতান্ত্রিক জটিলতা কারণে আমরা ঠিকমতো এগোতে পারছি না। আগামী ৫ বছরের মধ্যে মেডিকেল কলেজের একাডেমিক ভবনসহ হাসপাতালের কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী কেন মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তা আমাদের জানা নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি কেন নির্বাচন করছে না সেটি বিএনপি ভালোই জানে। নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার অনুরোধ করেছেন নির্বাচনে আসেন। তারা যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আমরা তো সরে দাঁড়ানোর জন্য তাদের বলিনি। তিনি আরও বলেন, আমি ৭ (সাত) বার রাঙ্গামাটি আসন থেকে এমপি পদে নির্বাচন করেছি ৪(চার) বার তুমুল প্রতিদ্বন্ধীতা করে জিতেছি। ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৮ সালে বিএনপি, জনসংহতি সমিতি, ইউ পিডিএফ, জামায়াতে ইসলামী নির্বাচন করছে। এরকম প্রতিদ্বন্ধীতামূলক নির্বাচনে আমরা ৪(বার) জিতেছি সুতরাং এই প্রতিদ্বন্ধীতায় আমরা চাই। প্রতিদ্বন্ধীতা আছে বলে আওয়ামীলীগরা শক্তিশালী। আমরা চেষ্টা করছি ভোটাররা যাহাতে ভোটকেন্দ্রে আসে। নির্বাচন হবে, নির্বাচনে যে বাধা দেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় আইনানুগ ব্যবস্থা নিবে। কাজেই আমরা জনগণকে উৎসাহিত করার চেষ্টা করছি নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প নেই। আমরা ৯(নয়টা) ওয়ার্ডে ৯ টা অফিস উদ্ধোধন করেছি, গতপরশু বাঘাইছড়িতে গিয়েছি এবং আমাদের নেতাকর্মীরা প্রত্যেক উপজেলায় উঠান বৈঠক, পথসভা করছে। সেখানে বক্তব্য একটা-ই ভোট কেন্দ্রে যাবেন দলে দলে ভোটের সংখ্যা বাড়াতে হবে ডাকাতি করে নয় স্ব-শরীরে উপস্থিত থেকে আপনারা ভোটটা দিবেন।