Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে অংবাই মারমাকে বাঁচাতে মানবিক সাহায্যের আকুতি

print news

 

 

চাইথোয়াইমং মারমাঃ

 

প্লিজ আপনারা যার যার জায়গায় থেকে মানবতার হাত বাড়িয়ে দেয়া অনুরোধ করছি। আপনাদের ৫-১০ টাকা বিনিময়ের একটা মায়ের জীবন আবার ফিরে পেতে পারে। একজন মা ফ্যাটি লিভার সমস্যা ভুগছেন প্রায় ২ বছর পার হচ্ছে। একবার অপারেশন করা হয়েছে। তার কয়েক মাস পর সেই ফ্যাটি লিভারটি আবার বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে এখন।

 

এব্যাপারে ডাক্তার জানিয়েছেন, এখন আর একবার অপারেশন করলে হয়তো একটা মায়ের প্রাণ আবার বাঁচতে পারে। পেটের ভিতর অনেক বড় সমস্যা দেখা দিয়েছে। যার জন্য খাওয়া দাওয়া করা সমস্যা দেখা দিয়েছে অনেক। আর এই ফ্যাটি লিভারটি আবার অপারেশন করলে হয়তো একটা মায়ের প্রাণ বাঁচাতে পারে।

 

ডাক্তার আরও জানান, এই মায়ের ফ্যাটি লিভার অপারেশন ব্যয় প্রায় ৩ লক্ষ টাকা। এই ৩ লক্ষ টাকায় ফ্যাটি লিভারের অপারেশন করা হলে মায়ের জীবন আবার ফিরে পেতে পারে।

 

453561121 1024292299136458 4073535353443955887 n

এদিকে, স্থানীয় এলাকাবাসীরা জানান, পার্শ্ববর্তী এলাকাবাসী ও বিভিন্ন জেলা-উপজেলার মানবতাবাদী ব্যক্তিদের আর্থিক সহায়তায় প্রায় ২ লক্ষ টাকা সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পাড়া প্রধান কারবারি। বাকী ১ লক্ষ টাকার জন্য মানবসেবা সংগঠন ও অর্থশালী, বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসার স্থানীয় এলাকাবাসী এবং পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

 

রোগির বড় ছেলে অংছাই মারমা জানান, আমরা চাষাবাদ ও দিন মজুর করে দিনে এনে দিনে খায়। আমার মা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার রোগে ভুগছিলেন। মায়ের চিকিৎসার জন্য জাগয়া সম্পত্তি বিক্রি করে এখন নিঃস্ব হয়ে গেছি। বাড়িতে যা সম্বল ছিল তা মাসের পর মাস হাসপাতালে থেকে চিকিৎসা করেছি। এখন পুরো পরিবার সর্বস্ব হয়েছি। আমাদের কোন সম্পত্তি বিক্রি করার মতো নেই এবং আমাদের পক্ষে ৩ লক্ষাধিক টাকা সংগ্রহ করা সম্বল নেই। সেজন্য স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় কিছু টাকা সংগ্রহ করা হয়েছে বলে জেনেছি। তারপরও এই টাকা দিয়ে মায়ের অপারেশন করা সম্ভব না। সেজন্য মানবতাকামীদের প্রতি আমার শতশত প্রনাম, মায়ের চিকিৎসার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মায়ের জীবন আবার আমরা ফিরে পেতে পারি।

 

অংছাই মারমা আরও বলেন, বর্তমানে মা চট্টগ্রাম জেলার নোয়াপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রোগীর নামঃ-  অংবাই মারমা।

গ্রামঃ- ডলি পাড়া,  রাগামাটি সদর,  রাঙামাটি পার্বত্য জেলা।

যোগাযোগঃ-  ০১৮৮২৩৭৯৯৪৭  (রোগীর বড় ছেলে অংছাই)

বিকাশ ও  নগদ পার্সোনালঃ-  ০১৮৮২৩৭৯৯৪৭

 

বিঃ দ্রঃ  টাকা পাঠানোর আগে অবশ্যই যোগাযোগ করে পাঠানোর অনুরোধ।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

রাঙ্গামাটিতে অংবাই মারমাকে বাঁচাতে মানবিক সাহায্যের আকুতি

প্রকাশিত: ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
print news

 

 

চাইথোয়াইমং মারমাঃ

 

প্লিজ আপনারা যার যার জায়গায় থেকে মানবতার হাত বাড়িয়ে দেয়া অনুরোধ করছি। আপনাদের ৫-১০ টাকা বিনিময়ের একটা মায়ের জীবন আবার ফিরে পেতে পারে। একজন মা ফ্যাটি লিভার সমস্যা ভুগছেন প্রায় ২ বছর পার হচ্ছে। একবার অপারেশন করা হয়েছে। তার কয়েক মাস পর সেই ফ্যাটি লিভারটি আবার বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে এখন।

 

এব্যাপারে ডাক্তার জানিয়েছেন, এখন আর একবার অপারেশন করলে হয়তো একটা মায়ের প্রাণ আবার বাঁচতে পারে। পেটের ভিতর অনেক বড় সমস্যা দেখা দিয়েছে। যার জন্য খাওয়া দাওয়া করা সমস্যা দেখা দিয়েছে অনেক। আর এই ফ্যাটি লিভারটি আবার অপারেশন করলে হয়তো একটা মায়ের প্রাণ বাঁচাতে পারে।

 

ডাক্তার আরও জানান, এই মায়ের ফ্যাটি লিভার অপারেশন ব্যয় প্রায় ৩ লক্ষ টাকা। এই ৩ লক্ষ টাকায় ফ্যাটি লিভারের অপারেশন করা হলে মায়ের জীবন আবার ফিরে পেতে পারে।

 

453561121 1024292299136458 4073535353443955887 n

এদিকে, স্থানীয় এলাকাবাসীরা জানান, পার্শ্ববর্তী এলাকাবাসী ও বিভিন্ন জেলা-উপজেলার মানবতাবাদী ব্যক্তিদের আর্থিক সহায়তায় প্রায় ২ লক্ষ টাকা সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পাড়া প্রধান কারবারি। বাকী ১ লক্ষ টাকার জন্য মানবসেবা সংগঠন ও অর্থশালী, বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসার স্থানীয় এলাকাবাসী এবং পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

 

রোগির বড় ছেলে অংছাই মারমা জানান, আমরা চাষাবাদ ও দিন মজুর করে দিনে এনে দিনে খায়। আমার মা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার রোগে ভুগছিলেন। মায়ের চিকিৎসার জন্য জাগয়া সম্পত্তি বিক্রি করে এখন নিঃস্ব হয়ে গেছি। বাড়িতে যা সম্বল ছিল তা মাসের পর মাস হাসপাতালে থেকে চিকিৎসা করেছি। এখন পুরো পরিবার সর্বস্ব হয়েছি। আমাদের কোন সম্পত্তি বিক্রি করার মতো নেই এবং আমাদের পক্ষে ৩ লক্ষাধিক টাকা সংগ্রহ করা সম্বল নেই। সেজন্য স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় কিছু টাকা সংগ্রহ করা হয়েছে বলে জেনেছি। তারপরও এই টাকা দিয়ে মায়ের অপারেশন করা সম্ভব না। সেজন্য মানবতাকামীদের প্রতি আমার শতশত প্রনাম, মায়ের চিকিৎসার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মায়ের জীবন আবার আমরা ফিরে পেতে পারি।

 

অংছাই মারমা আরও বলেন, বর্তমানে মা চট্টগ্রাম জেলার নোয়াপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রোগীর নামঃ-  অংবাই মারমা।

গ্রামঃ- ডলি পাড়া,  রাগামাটি সদর,  রাঙামাটি পার্বত্য জেলা।

যোগাযোগঃ-  ০১৮৮২৩৭৯৯৪৭  (রোগীর বড় ছেলে অংছাই)

বিকাশ ও  নগদ পার্সোনালঃ-  ০১৮৮২৩৭৯৯৪৭

 

বিঃ দ্রঃ  টাকা পাঠানোর আগে অবশ্যই যোগাযোগ করে পাঠানোর অনুরোধ।