Dhaka , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে আস্থা নাগরিক প্লাটফর্ম-এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

print news

 

 

বিশেষ প্রতিনিধিঃ

 

জেলার রাঙামাটি শহরস্থ আজ শনিবার (২৫ মে) আশিকা কনভেনশন হল রাঙ্গামাটিতে আস্থা প্রকল্পের ত্রৈমাসিক নাগরিক প্লাটফর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিভিক প্লাটফর্ম-এর যুগ্ম আহবায়ক ও দৈনিক যুগান্তর-এর জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা।

 

আস্থা প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা সবাইকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। তিনি পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় যুবনীতি ২০১৭, মিডিয়ায় প্রকাশিত সম্প্রীতি-নষ্টকারি সংবাদ সমূহ, প্রকল্পের কনস্পেট-নোট-সংশ্লিষ্ট সুপারিশ এবং ইয়ুথগ্রুপ ও নাগরিক কমিটির সদস্যদের করনীয় ভলান্টারি কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।

 

অতঃপর মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সম্প্রতি মানব-পাচার বা চীনে পাহাড়ী নারী পাচার একটা ভয়াবহ আকার ধারণ করেছে। কাজেই আমাদের আলোচনায় মানব-পাচার বিষয়টাও উঠে আসা খুবই দরকার। যে পরিবারগুলো হত-দরিদ্র, তাদেরকেই মানব পাচারের শিকার করা হচ্ছে। সম্প্রতি লংগদু হতে এসএসসি পাশ করা এক নারীকে পাচারের উদ্দেশ্যে রাঙ্গামাটি আনা হয়। তাকে চীনে পাঠানোর একটা প্রচেষ্টা করা হয়। ভাগ্যক্রমে সে চীনে পাচার হওয়া থেকে বেঁচে যায়। তাকে রাঙ্গামাটির দেবাশীষ নগর থেকে উদ্ধার করা হয়। এনজিওরা তাদের অন্যান্য কাজের পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানব-পাচার রোধে কাজ করতে পারে।

 

বক্তারা আরো বলেন, উপজেলা পর্যায়ে গঠিত ইয়ুথগ্রুপ সদস্যরা প্রশাসনের সাথে যথাযথ রেপর্ট বিল্ডিং করা দরকার। এক্ষেত্রে ইয়ুথগ্রুপের সদস্যকে পরিচিতির জন্য প্রকল্প থেকে তাদের একটা আইডি-কার্ড থাকা বাঞ্ছনীয়। বরকলে ইয়ুথগ্রুপের এক সদস্য স্বাস্থ্যসেবা না পাওয়ার ইস্যু সিভিক প্লাটফর্ম সদস্যকে শেয়ার করেন। উপজেলা স্বাস্থ্য-সেবা বিভাগকে ইস্যুটি জানানোর পর কাজ না হলে সিভিক প্লাটফর্ম সদস্য ইস্যুটা রাঙ্গামাটি সিভিল সার্জনকে মহোদয়কে জানান। এতে সঙ্গে সঙ্গে সিভিল সার্জন ইস্যুটির যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। যুবদের কোড অব কন্ডাক্ট বিষয়েও সচেতন করা দরকার। তাদেরকে অধিকার ভিত্তিক ভয়েস-রেইস করতে হবে। ঠিকমত ভয়েস-রেইস হলে অধিকার আদায় করা সম্ভব। যেমন সম্প্রতি লংগদুর মাইনী বাজারে লেক ভরাট করে স্থাপনা নির্মাণ হচ্ছিল। এর বিরুদ্ধে যথাযথ ভয়েস রেইস করাতে এটি বন্ধ করা সম্ভব হয়। কাজেই ভয়েস-রেইস করলে যে কাজ হয়না তা না। যুবদের জন্য ছোট ছোট ওয়ার্কসপ, টিম বিল্ডিং, লিডারসীপ-ভিত্তিক ওয়ার্কসপ করার সুপারিশ করা হয়।

 

সভাপতির বক্তব্যে সুশীল প্রসাদ চাকমা বলেন, আমরা সবাই শান্তি-শৃঙ্খলার পক্ষে কাজ করছি। কিন্তু তবুও প্রতিনিয়ত নানা অপরাধ, খুন, অপহরণ সংঘটিত হচ্ছে। আমাদের কাজ হবে যতটা সম্ভব শান্তির পক্ষে কাজ করতে সবাইকে উৎসাহিত করা বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ইয়ুথদের নৈতিক-মানবিক-মূল্যবোধ সম্পন্ন মানব সম্পদ হিসেবে গড়ে তোলা।

 

উল্লেখ্য, আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থ সহায়তায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট রাঙ্গামাটি জেলার ১০ উপজেলায় বাস্তবায়ন করছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

রামগড় বাজার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান—- জিরুনা ত্রিপুরা

রাঙ্গামাটিতে আস্থা নাগরিক প্লাটফর্ম-এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
print news

 

 

বিশেষ প্রতিনিধিঃ

 

জেলার রাঙামাটি শহরস্থ আজ শনিবার (২৫ মে) আশিকা কনভেনশন হল রাঙ্গামাটিতে আস্থা প্রকল্পের ত্রৈমাসিক নাগরিক প্লাটফর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিভিক প্লাটফর্ম-এর যুগ্ম আহবায়ক ও দৈনিক যুগান্তর-এর জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা।

 

আস্থা প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা সবাইকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। তিনি পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় যুবনীতি ২০১৭, মিডিয়ায় প্রকাশিত সম্প্রীতি-নষ্টকারি সংবাদ সমূহ, প্রকল্পের কনস্পেট-নোট-সংশ্লিষ্ট সুপারিশ এবং ইয়ুথগ্রুপ ও নাগরিক কমিটির সদস্যদের করনীয় ভলান্টারি কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।

 

অতঃপর মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সম্প্রতি মানব-পাচার বা চীনে পাহাড়ী নারী পাচার একটা ভয়াবহ আকার ধারণ করেছে। কাজেই আমাদের আলোচনায় মানব-পাচার বিষয়টাও উঠে আসা খুবই দরকার। যে পরিবারগুলো হত-দরিদ্র, তাদেরকেই মানব পাচারের শিকার করা হচ্ছে। সম্প্রতি লংগদু হতে এসএসসি পাশ করা এক নারীকে পাচারের উদ্দেশ্যে রাঙ্গামাটি আনা হয়। তাকে চীনে পাঠানোর একটা প্রচেষ্টা করা হয়। ভাগ্যক্রমে সে চীনে পাচার হওয়া থেকে বেঁচে যায়। তাকে রাঙ্গামাটির দেবাশীষ নগর থেকে উদ্ধার করা হয়। এনজিওরা তাদের অন্যান্য কাজের পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানব-পাচার রোধে কাজ করতে পারে।

 

বক্তারা আরো বলেন, উপজেলা পর্যায়ে গঠিত ইয়ুথগ্রুপ সদস্যরা প্রশাসনের সাথে যথাযথ রেপর্ট বিল্ডিং করা দরকার। এক্ষেত্রে ইয়ুথগ্রুপের সদস্যকে পরিচিতির জন্য প্রকল্প থেকে তাদের একটা আইডি-কার্ড থাকা বাঞ্ছনীয়। বরকলে ইয়ুথগ্রুপের এক সদস্য স্বাস্থ্যসেবা না পাওয়ার ইস্যু সিভিক প্লাটফর্ম সদস্যকে শেয়ার করেন। উপজেলা স্বাস্থ্য-সেবা বিভাগকে ইস্যুটি জানানোর পর কাজ না হলে সিভিক প্লাটফর্ম সদস্য ইস্যুটা রাঙ্গামাটি সিভিল সার্জনকে মহোদয়কে জানান। এতে সঙ্গে সঙ্গে সিভিল সার্জন ইস্যুটির যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। যুবদের কোড অব কন্ডাক্ট বিষয়েও সচেতন করা দরকার। তাদেরকে অধিকার ভিত্তিক ভয়েস-রেইস করতে হবে। ঠিকমত ভয়েস-রেইস হলে অধিকার আদায় করা সম্ভব। যেমন সম্প্রতি লংগদুর মাইনী বাজারে লেক ভরাট করে স্থাপনা নির্মাণ হচ্ছিল। এর বিরুদ্ধে যথাযথ ভয়েস রেইস করাতে এটি বন্ধ করা সম্ভব হয়। কাজেই ভয়েস-রেইস করলে যে কাজ হয়না তা না। যুবদের জন্য ছোট ছোট ওয়ার্কসপ, টিম বিল্ডিং, লিডারসীপ-ভিত্তিক ওয়ার্কসপ করার সুপারিশ করা হয়।

 

সভাপতির বক্তব্যে সুশীল প্রসাদ চাকমা বলেন, আমরা সবাই শান্তি-শৃঙ্খলার পক্ষে কাজ করছি। কিন্তু তবুও প্রতিনিয়ত নানা অপরাধ, খুন, অপহরণ সংঘটিত হচ্ছে। আমাদের কাজ হবে যতটা সম্ভব শান্তির পক্ষে কাজ করতে সবাইকে উৎসাহিত করা বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ইয়ুথদের নৈতিক-মানবিক-মূল্যবোধ সম্পন্ন মানব সম্পদ হিসেবে গড়ে তোলা।

 

উল্লেখ্য, আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থ সহায়তায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট রাঙ্গামাটি জেলার ১০ উপজেলায় বাস্তবায়ন করছে।