ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগানে শুক্রবার (১৯ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক-মিনিট নিরবতা পালন, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা হাজী মোহাম্মদ মুছা মাতব্বর।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ বাপ্পা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ- সহ পৌর নেতৃবৃন্দ, সদর উপজেলা নেতৃবৃন্দ গন।