মিকেল চাকমা, নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙ্গামাটির ৩টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ধাপে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা, রাজস্থলী উপজেলা ও বিলাইছড়ি উপজেলার ৫১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলায় ৫টি হেলিসটি রয়েছে। সকাল ৮ টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া স্টাইকিং ফোর্স হিসাবে বিজিবি, র্যাব মোতায়েন রয়েছে।
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪৯ হাজার ৫২৮ জন, রাজস্থলী উপজেলায় মোট ভোটার হচ্ছে ২০ হাজার ৮৬৭ জন, বিলাইছড়ি উপজেলায় ২৩ হাজার ৬৯২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।
এবছর দ্বিতীয় ধাপের নির্বাচনে রাঙ্গামাটি ৩ উপজেলায় সর্বমোট ১৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।