নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
ময়মনসিংহের মধুপুর বনাঞ্চলে অজপাড়া গাঁয়ে বেড়ে ওঠা সুবীর নকরেক সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে নকরেক আইটি ইন্সটিটিউট শাখা মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ে গত ১৪ই জুন ফ্রী সেমিনারের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং কোর্স দুটি চালু করা হয়েছে।
তার ধারাবাহিকতায় আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ক্যারিয়ার ইন্ড গ্রাফিক্স ডিজাইন এন্ড ডিজিটাল মার্কেটিং এন্ড ক্লায়েন্ট কমিউনিকেশন প্রসেস বিষয়ে ফ্রী সেমিনার অনুষ্ঠিত হয়।
বিকেল ৪ টা থেকে শুরু করে ২ ঘন্টা ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার পরিচালনা করেন নকরেক আইটি ইন্সটিটিউট এর সিইও সুবীর নকরেক।
ফ্রী সেমিনারে প্রায় ৬০ জন প্রশিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানান রাঙ্গামাটি নকরেক আইটি ইন্সটিটিউট শাখা কর্তৃপক্ষ।
সুবীর নকরেক বলেন, সারা দেশে ৬৩ টি জেলার মধ্যে আমাদের নকরেক আইটি ইন্সটিটিউটের শাখা ও কার্যক্রম চলমান রয়েছে। আইসিটি বিষয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসে ডলার ইনকাম করা যায় বলে তিনি জানান।
গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষনার্থী সুদীপ্তা চাকমা বলেন, রাঙ্গামাটি ক্যাস্পাস নকরেক আইটি ইন্সটিটিউটের মাধ্যমে আমি গ্রাফিক্স ডিজাইন বিষয়ে অনেককিছু শিখতে পেরেছি। মেন্টররা সুন্দর ও সাবলীল ভাষায় বুঝিয়ে দেন। ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে বলে তিনি জানান।