সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলায় মাছালং ইউনিয়ন এলাকায় বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত ২৪০ পরিবারের মাঝে ১৫০০ টাকার খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করেন এক মানবিক বৌদ্ধ ভিক্ষু।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পালবার লিংক সেন্টার শিশু সদনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত দেব তিষ্য ভিক্ষু। এছাড়াও উপস্থিত ছিলেন পালবার লিংক সেন্টারের সাধারণ সম্পাদক অংচা খই মারমা (কার্বারী) এবং পালবার লিংক সেন্টার শিশু সদনের স্বেচ্ছাসেবক বৃন্দ।
ত্রাণ সামগ্রীর পরিমাণ:- ১। চাল ১০ কেজি ২। ডাল ১ কেজি ৩। আলু ২ কেজি ৪। নাপ্পি ৫০০গ্রাম ৫। পেঁয়াজ ১ কেজি ৬। রসুন ২৫০গ্রাম ৭। লবণ ১ কেজি ৮। তেল ১ লিটার ৯। মেডিসিন সামগ্রী ১০। সাবান ১ পিস। জনপ্রতি সর্বমোট ১৫০০ টাকা করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।