নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, চাংক্রান, বিহু উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশিষ রায়। অনুষ্ঠানে ২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমাসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
এদিকে অনুষ্ঠানের শুরুতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী নাচে নাচে পুরো প্রাঙ্গণ মাতিয়ে রাখে। পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আগামী ১১ এপ্রিল আদিবাসীদের নিজস্ব সংস্কৃতির রীতিনীতিতে খেলাধুলা এবং ১২ এপ্রিল রাঙামাটির আদিবাসীদের ঐতিহ্যবাহী ও প্রধান উৎসব রাজবন বিহারের পুর্বঘাটে কাপ্তাই হ্রদের ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব শুভ সূচনা করা হবে।