নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের বগাপাড়া এলাকায় ৩০ জন নির্মাণ শ্রমিক এবং ঢালাইয়ের কাজে ব্যবহৃত একটি মিক্সার মেশিন পরিবহনকারী মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের প্রায় ৫০ ফুট নিচে খাদে পড়ে যায়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে। উক্ত দূর্ঘটনায় ট্রাকে থাকা নির্মাণ শ্রমিক মোঃ তারিক পিতা- হানিফ মাঝি, সাং- ২নং পাথরঘাটা, রিজার্ভ বাজার, সদর, রাঙ্গামাটি এবং মোঃ সাব্বির পিতা- এরশাদ মিয়া, সাং- ২নং পাথরঘাটা, রিজার্ভ বাজার, সদর, রাঙ্গামাটি, ঘটনাস্থলেই নিহত হয় এবং গাড়ীতে থাকা শ্রমিক আনুমানিক ২৮ জন আহত হয়।
ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় এলাকাবাসী, সেনাবাহিনী, কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈকত আকবর চৌধুরী বলেন, কাউখালী বগাপাড়া সড়ক দুর্ঘটনায় আহত ১৭ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে আশংকাজনক ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ৮ জন হাসপাতালে ভর্তি আছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব চন্দ্র কর বলেন, কাউখালী থানা পুলিশের টিমসহ আমরা ঘাগড়া বগাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় স্পটে গিয়ে দু‘জনের লাশ উদ্ধার করি। আহত ১৯ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ড্রাইভারের খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান ।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ঘাগড়া বগাপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনার ঘটনা সত্য। আহতদের সবাইকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সড়ক দূর্ঘটনার ভুক্তভোগী একজন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তারা ঢালাইয়ের কাজ শেষে সবাই রাঙ্গামাটি ফেরার পথে ঘাগড়া বগাপাড়া ব্রীজে পৌঁছলে তাদের বহনকারী ট্রাকটি উল্টে গিয়ে ব্রীজের নিচে পড়ে যায়। টিপু মাঝির নেতৃত্বে তারা মোট ৩০ জন গাড়িতে ছিল বলে তিনি জানান। এবং ঘটনাস্থলে দু’জন মারা যায়। তারা সবাই নির্মাণ শ্রমিক বলে জানান।