নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটিতে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উদ্যম যুব ফাউন্ডেশন কর্তৃক মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার, রিজার্ভ বাজার, রাঙ্গামাটিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সংগঠনটির সভাপতি মিকেল চাকমা বলেন, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উদ্যম যুব ফাউন্ডেশন ২০২০ সালে ২ রা আগষ্ট প্রতিষ্টাতা চেয়ারম্যান হিরণময় চাকমার নেতৃত্বে এক ঝাঁক উদ্যমী তরুণ-তরুণী নিয়ে সংগঠনটি গঠন করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠাতালগ্ন থেকে সেচ্ছায় রক্তদান,ব্লাডগ্রুপ নির্ণয়, অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা, গরীবদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ, যেকোনো দুর্যোগে সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।
সংগঠনটির সভাপতি মিকেল চাকমার সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা নবাশীষ চাকমা, সহ-সভাপতি আকিহিতো চাকমা, তনয় চাকমা, দর্পন ত্রিপুরা, মিতু চাকমা ও অন্যান্য সদস্যবৃন্দ।