নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটিকালে অভিযান পরিচালনাকারী দল মানিকছড়ি চেকপোস্ট দিয়ে বিদেশী মদের চালান রাঙ্গামাটিতে আসতেছে মর্মে সংবাদ প্রাপ্ত হয়। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম তত্ত্বাবধানে রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ মানস বড়ুয়া বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানাধীন সাপছড়ি ইউপিস্থ ২নং ওয়ার্ড এর মানিকছড়ি পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর হইতে ৯ মে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় ৫২ (বায়ান্ন) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধারসহ সাধন মনি চাকমা (৪২), কাজল পাল (৪০) নামীয় ২ (দুই) জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।