Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও সরঞ্জাম প্রেরণ

  • মিকেল চাকমা
  • প্রকাশিত: ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে
print news

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির দুর্গম উপজেলাসহ সকল উপজেলায় ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে রিটারিং অফিসারের কার্যালয় থেকে এসব সরঞ্জাম পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২ জানুয়ারী) জেলার দুর্গম উপজেলা বরকল, জুরাছড়ি, বাঘাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

এদিকে, বুধবার (৩ জানুয়ারী) জেলার রাঙামাটি সদর, কাপ্তাই, রাজস্থলী, নানিয়ারচর, লংগদু এবং কাউখালী উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনী অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমুর্চনীয় কালি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, রাঙ্গামাটির ১৮টি হেলিসর্টি রয়েছে। মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচনী ব্যালট পেপার এবং সরঞ্জাম পাঠিয়ে দিচ্ছি। বুধবার জেলার অন্যান্য উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলো। রাঙ্গামাটি জেলার ২৯৯ আসনে লড়ছেন দেশের বৃহত্তর রাজনৈতিক দলের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি দীপংকর তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সমর্থিত প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী সোনালি আঁশ প্রতীক নিয়ে মোঃ মিজানুর রহমান।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির দশ উপজেলায় ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৪১৬ এবং নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৩৬ জন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

বিলাইছড়িতে দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে হিল ফ্লাওয়ার

রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও সরঞ্জাম প্রেরণ

প্রকাশিত: ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
print news

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির দুর্গম উপজেলাসহ সকল উপজেলায় ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে রিটারিং অফিসারের কার্যালয় থেকে এসব সরঞ্জাম পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২ জানুয়ারী) জেলার দুর্গম উপজেলা বরকল, জুরাছড়ি, বাঘাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

এদিকে, বুধবার (৩ জানুয়ারী) জেলার রাঙামাটি সদর, কাপ্তাই, রাজস্থলী, নানিয়ারচর, লংগদু এবং কাউখালী উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনী অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমুর্চনীয় কালি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, রাঙ্গামাটির ১৮টি হেলিসর্টি রয়েছে। মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচনী ব্যালট পেপার এবং সরঞ্জাম পাঠিয়ে দিচ্ছি। বুধবার জেলার অন্যান্য উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলো। রাঙ্গামাটি জেলার ২৯৯ আসনে লড়ছেন দেশের বৃহত্তর রাজনৈতিক দলের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি দীপংকর তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সমর্থিত প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী সোনালি আঁশ প্রতীক নিয়ে মোঃ মিজানুর রহমান।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির দশ উপজেলায় ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৪১৬ এবং নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৩৬ জন।