Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটির সংসদ নির্বাচনে ১৮ টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম ও জনবল পাঠানো হচ্ছে

print news

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটির দু্র্গম ১৮টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে করে ভোটের সরঞ্জাম ও জনবল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে জেলার চার উপজেলা বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ির দুর্গম ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও জনবল পাঠানো হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটি ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১৮টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে। এই ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন কর্মীদের যেতে হেলিকপ্টারের ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই। দুর্গম ১৮টি ভোটকেন্দ্রগুলোর মধ্য রয়েছে- বাঘাইছড়ি উপজেলায় ছয়টি, বরকল উপজেলায় দুইটি, জুরাছড়ি উপজেলায় সাতটি এবং বিলাইছড়ি উপজেলায় তিনটি। এসব দুর্গম কেন্দ্রের ভোটার সংখ্যা ২৫ হাজার ৬০৭ জন।

জেলা রিটানিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘আজকে দুর্গম ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে হেলিকপ্টারে করে ১৪টি কেন্দ্রে নির্বাচনে সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আগামীকালও বাকি কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামসহ নির্বাচনকর্মীদের পাঠানো হবে।’

রাঙামাটির দশটি উপজেলা, দুইটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে এবার মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। রাঙামাটিতে ভোটের মাঠে আছেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির শাহ মো. মিজানুর রহমান।

 

লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

রাঙ্গামাটির সংসদ নির্বাচনে ১৮ টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম ও জনবল পাঠানো হচ্ছে

প্রকাশিত: ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
print news

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটির দু্র্গম ১৮টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে করে ভোটের সরঞ্জাম ও জনবল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে জেলার চার উপজেলা বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ির দুর্গম ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও জনবল পাঠানো হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটি ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১৮টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে। এই ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন কর্মীদের যেতে হেলিকপ্টারের ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই। দুর্গম ১৮টি ভোটকেন্দ্রগুলোর মধ্য রয়েছে- বাঘাইছড়ি উপজেলায় ছয়টি, বরকল উপজেলায় দুইটি, জুরাছড়ি উপজেলায় সাতটি এবং বিলাইছড়ি উপজেলায় তিনটি। এসব দুর্গম কেন্দ্রের ভোটার সংখ্যা ২৫ হাজার ৬০৭ জন।

জেলা রিটানিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘আজকে দুর্গম ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে হেলিকপ্টারে করে ১৪টি কেন্দ্রে নির্বাচনে সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আগামীকালও বাকি কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামসহ নির্বাচনকর্মীদের পাঠানো হবে।’

রাঙামাটির দশটি উপজেলা, দুইটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে এবার মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। রাঙামাটিতে ভোটের মাঠে আছেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির শাহ মো. মিজানুর রহমান।