মিকেল চাকমা, রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটি কোতয়ালী থানার এসআই(নিঃ) ইরফান উদ্দিন রাজিব এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) ফিরোজ আলম, এএসআই(নিঃ) হুমায়ুন কবির, এএসআই(নিঃ) সালাউদ্দিন ও এএসআই(নিঃ) অর্পন সেনের সমন্বয়ে একটি চৌকস টিম কোতোয়ালি থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানার লক্ষ্যে বিশেষ অভিযানে ডিউটিকালীন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার ২নং ওয়ার্ডস্থ শহীদ আবদুল আলী একাডেমির পূর্বপার্শ্বে মহরম ও আসামী মোঃ আরিফুল হাসান (২৩) ও হেফাজত হইতে ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ সর্বমোট ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) বর্ণিত ঘটনাস্থলে প্রাপ্ত হইয়া উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করতে বর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়।
কোতোয়ালি থানা কর্তৃপক্ষ জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।