নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ
রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুলিশের পৃথক ৩টি অভিযানে ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ (বিপিএম বার) এর দিকনির্দেশনায় কোতোয়ালি থানার (ভারপ্রাপ্ত ওসি) মোঃ আলী এর নেতৃত্বে সদর উপজেলাধীন ২নং মগবান ইউপিস্থ বরাদম সেনাবাহিনীর চেক পোস্টের সামনে আসামবস্তী টু কাপ্তাই পাকা রাস্তার উপর হইতে চেকপোস্ট বসিয়ে নাজমা বেগম (৫৮) স্বামীঃ মৃত দেলোয়ার হোসেন ও সীমা বেগম (৪৫) স্বামীঃ- আব্দুর নাছির সাংঃ বালুছড়া, ২নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম দ্বয়ের হেফাজত হইতে ২৪ চব্বিশ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করে আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ২৪(খ) মামলা নং -০১ রুজু করা হয়।
এছাড়াও চট্টগ্রাম জেলার বাঁশখালীর থানা ও কোতয়ালি থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২ টি জিআর (সাজা), ২টি জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ হাসেম উদ্দিন, পিতাঃ মৃত নবী, শাহানাজ বেগম, স্বামীঃ হাসেম বেগম, ও জিআর পরোয়ানা ভুক্ত আসামী
মোঃ জসিম উদ্দিন (৪১), পিতা মৃত মফিজুল রহমান প্রকাশ বাচ্চু কে আটক করা হয়। সবার বাড়ি কাঠালতলী, রাঙ্গামাটি বলে জানা গেছে।