নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে শুক্রবার সকাল সাড়ে এগারোটায় চেলছড়া গ্রামে জীপগাড়ি দুর্ঘটনায় ১৭ জন আহত হয়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর বলেন, জীপগাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ১৭ জন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতরা হলেন সইলমং মার্মা(৩০) পিতা বেউসাইমং মার্মা, উমেচিং মার্মা(৩০) পিতাঃ অনপ্রু মার্মা, মাউ চিং মার্মা(১৫), পিতাঃ চিংচা মার্মা,প্রাউথুমা মার্মা(৪৫),পিতাঃ চাইথুয়াই মার্মা, নাইসাই মার্মা (৫০), চিসাং মার্মা(৩১), পিতাঃ চাইলুডু অং মার্মা,ক্যাসাই মার্মা(৪৫) পিতাঃ অইপ্রু মার্মা, থুইচাউ মার্মা(৪০), পিতাঃ চিংথুয়াই মার্মা, চিংসংমং মার্মা(২৮), পিতাঃ হুইরিয়ং মার্মা, রক্যচিং মার্মা(২৫) পিতাঃ মংতো মার্মা, সুমাচিং মার্মা(২১), পিতাঃ উচিমং মার্মা, মাসাথুই মার্মা(৬০) পিতাঃ ৬০ পিতাঃ মৃত নিসাংইউ মার্মা, হডিয়ংথুই মার্মা(৫০) উকোচিং মার্মা (৩৮) পিতাঃ মওতু মার্মা, ত্রিসামং মার্মা(৩১) পিতা: পিপিউং মার্মা, কোচিং মার্মা(৩১) পিতা উচিং মার্মা।
ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন বলেন, আমার ইউনিয়নে ঘাগড়া চেলছড়া গ্রামে জীপগাড়ি দুর্ঘটনার খবর শুনে স্পটে যায় এবং আহতদের নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ক্যাচাই মার্মা বলেন, কাউখালী কচুখালী নিচপাড়া থেকে বড়ইছড়ি লিচুবাগানে বিয়ে খাওয়ার জন্য ৪০ জন যাত্রী নিয়ে জীপগাড়িটি রওনা দেয়। পথিমধ্যে ঘাগড়া চেলছড়া এলাকায় পৌঁছলে জীপ গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।
আরেক প্রত্যক্ষদর্শী পাইচামং মার্মা বলেন, আমরা ৪টি জীপ, ২ টি মাইক্রো ও ১ টি মাহেন্দ্রা গাড়িসহ কাউখালী থেকে বড়ইছড়ি লিচু বাগানে বিয়ে খাওয়ার জন্য যাচ্ছি। পথে ১ টি জীপগাড়ি দুর্ঘটনা কবলিত হয়। তিনি আরও বলেন, যে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেই গাড়িতে ড্রাইভার ছিলনা। হেলপার গাড়ি চালিয়ে যাচ্ছিল।