মিকেল চাকমা, নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালককে ফুলের শুভেচ্ছায় বিদায় জানালেন গুডমর্নিং রাঙ্গামাটি পরিবারের সদস্যরা গুডমর্নিং রাঙ্গামাটি পরিবারের অন্যতম সদস্য ও সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) রাঙ্গামাটি মোঃ মতিউর রহমানকে বদলি জনিত কারণে বিদায় জানালেন গুডমর্নিং রাঙ্গামাটি গ্রুপের সদস্যরা।
এসময় গুডমর্নিং রাঙ্গামাটি গ্রুপের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমল কান্তি চাকমা, এডভোকেট রাজিব চাকমা, এডভোকেট তোষন চাকমা, তাপস চাকমা, কৃষ্ণ কুমার চাকমা, বিকাশ চাকমা, প্রগতি খীসা, নিন্টু চাকমা, জ্ঞানেন্দু চাকমা, প্রসাদেব চাকমা, উষাময় চাকমা, মাধব কুন্ড, ইন্দুলাল চাকমা, জয়ন্ত চাকমা, সাংবাদিক মিকেল চাকমা, জয়তি চাকমা (ইনু), সুমেত চাকমা, আনন্দ জ্যোতি চাকমা, দেবাশীষ খীসা, আশরাফুল হক প্রমুখ।0
মোঃ মতিউর রহমান বলেন, গুডমর্নিং রাঙ্গামাটি পরিবারের সাথে যুক্ত হয়ে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন। পরবর্তী কর্মস্থল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর বলে জানান তিনি।