মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২ মে) সকাল ১১.০০ টা থেকে ১২.০০ টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ ও একাডেমিক ভবন-২ এ B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সর্বমোট ৫৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১৫ জন উপস্থিত এবং ৬৫ জন অনুপস্থিত ছিলেন; উপস্থিতির হার ৮৮.৭৯%। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান দায়িত্বরত চীফ পর্যবেক্ষক, পর্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর ভাইস-চ্যান্সেলর কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান বলেন, আমরা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা ও অবকাঠামোগত পরিবর্তন সাধনের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য চমৎকার পরিবেশ সৃষ্টি করেছি। তিনি এ বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ের মধ্যে অনেক মানুষের জন্য প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে সেই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, ছাত্ররা অনেক আশা করে এ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছে এবং পরীক্ষায় উপস্থিতির সংখ্যা চমৎকার- এটিও একটি আশার বাণী। তাদেরকে যদি আমরা যথাযথ শিক্ষার পরিবেশ দিতে পারি, তারা আগামী স্বপ্ন পূরণের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের চাহিদা পূরণের জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি হবে।
মন্তব্য করুন