চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:
রাংগামাটি জেলা রাজস্থলী সরকারি কলেজের প্রভাষক উজ্জ্বল মুৎসুদ্দীর সঞ্চালনায় মধ্যে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে মহান বিজয় দিবসে শহীদ মিনার পুস্পস্তবক সহ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা শাহ রিয়াজ বিশ্বাস।
এসময় আরও বক্তব্য রাখেন রাজস্থলী সার্কেলের এএসপি মোঃ বেলায়েত হোসেন (বিপিএম), রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলি, রাজস্থলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ এবং রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।
এতে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পরিবার, ছাত্র প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সদস্যদের সংবর্ধনা এবং উপহার প্রদান করা হয়েছে।
এদিকে আলোচনা সভার পূর্বে ফিতা কেটে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।