বিশেষ প্রতিবেদকঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন প্রাইমারী ও মাধ্যমিক ৫৮ টি স্কুল পর্যায়ে ১৫ শত ১৩ জন কিশোরী পাচ্ছে এইচপিভি ভ্যাকসিন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সহকারিরা এই টিকাদান কার্যক্রম পরিচালনা করেন।
রাজস্থলীউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফিউল্লাহ সিবলী সহ স্বাস্থ্য বিভাগের কর্মচারীগন সার্বিক টিকাদান ক্যাম্পেইন মনিটরিং করছেন।
ইউ এইচ এফ পিও জানান, মাসব্যাপী এই জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনটি চলবে। এটি একটি গুরুত্বপূন্য টিকা। স্কুল পড়ুয়া ৫ম থেকে ১০ম শ্রেনীর ছাত্রী অথবা ঝরে পড়া ১২২ জন ১০-১৪ বছর বয়সী কিশোরীরা এই ক্যাম্পেইনের আওতায় ১ ডোজ টিকা নিতে পারবে। এছাড়া অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। রাজস্থলী উপজেলার ১৫১৩ জন কিশোরী এইচপিভি টিকা পাবে। এছাড়া ভবিষ্যতে জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধের উদ্দেশ্যে এক ডোজ এইচ পি ভি টিকা দেয়া হবে। সুষ্টু সুন্দর পরিবেশে টিকাদান ক্যাম্পেইন পরিচালনার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিনিয়ত দিক-নির্দেশনা প্রদান করা হচ্ছে বলে গণমাধ্যম কে জানান।
ছবি ও ক্যাপসন- রাজস্থলীর গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে এইচপিভি টিকা নিচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।।