Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্থলীতে নৌকা প্রতীক দীপঙ্কর তালুকদার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

print news

চাইথোযাইমং মারমা, রাজস্থলীঃ

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউপি শাখা আওয়ামীগ ও অঙ্গসংগঠন এর উদ্যােগে দীপঙ্কর তালুকদার এমপি রাঙ্গামাটি জেলা ২৯৯ আসন নৌকা প্রতীকের প্রচারণা শুরু হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের দূর্গম এলাকায় নাইক্যছড়া, বুংবাই ডং, নাইক্যছড়া আগা পাড়াতে দলীয় নেতাকর্মীরা লিফলেট পোষ্টার, সিএনজি গাড়ি নৌকা প্রতীক মাইকিং মাধ্যমে প্রচার প্রচারণা করে প্রতিটি ঘরে নৌকা প্রতীক লিফলেট পোষ্টার বিতরণ গণসংযোগ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা সিনিযর সহসভাপতি পুলক বড়ুয়া, ৩নং বা: হা: ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার যুবলীগ সেক্রেটারি সুইচাপ্র মারমা সহ সভাপতি বিশ্বনাথ চৌধুরী, নির্বাহী সদস্য পুলক চৌধুরী জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, ছাত্রলীগ সেক্রেটারি নয়ন দে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি বিকাশ দে, চাইথোযাইমং মারমা, ইউপি শাখা সাবেক সেক্রেটারি আলমগীর, ধর্ম বিষয়ক মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক মো: কামাল, নজরুল মেম্বার যুবলীগ ইউপি শাখা সভাপতি, মো: মাসুম তালুকদার সেক্রেটারি অংসুইনু সহ সভাপতি জয় দে, স্বেচ্ছাসেবক লীগ ইউপি সভাপতি আলুমং মারমা, কারবারী সুইক্যচিং মারমা হলাথোয়াই গঞ্জ কারবারী মংসুইউ সহ অনুপম বড়ুয়া মাসুম সর্দার মংক্যচিং মারমা মো: সাহেদ আওয়ামীলীগ নেতা মংসাথোয়াই মারমা উখ্যাই  চৌধুরী উথোয়াইমং মারমা সহ তৃনমূল পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশগহণ করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩নং বাঃ হাঃ ইউপি প্রাঙ্গণ মাঠে আওয়ামীলীগ নেতারা জড়ো হয়। এরপর হাতে লিফলেট পোষ্টার মোটর বাইক শোভা যাত্রার ইউপি চেয়ারম্যান আদোমং মারমার নেতৃত্বে নৌকা প্রতীক ২৯৯ আসন রাঙ্গামাটি জেলা দীপঙ্কর তালুকদার এমপির পক্ষে প্রচারণা স্থানীয় তৃনমূল পর্যায় নেতারা দলে দলে নাইক্যছড়া পাড়া উদেশ্য রওনা হয়। নৌকা প্রতীকের দলীয় নেতারা বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধের কাছে সকলে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। নাইক্যছড়া পাড়া মাঠে দলীয় নেতারা স্লোগানের মাধ্যমে ও শান্তি পায়রা কবুতর উড়িয়ে প্রচারণা শুরু করা হয়েছে।

আগামী ৭ জানুয়ারি রাঙ্গামাটি জেলা বীর মুক্তিযোদ্ধা সকলের জনপ্রিয় নেতা দীপঙ্কর তালুকদার এমপিকে নৌকা মার্কায় মূল্যবান ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী গড়ে তুলুন এবং পুনরায় প্রধানমন্ত্রী দেখতে চাই। দীপঙ্কর তালুকদার এমপির নেতৃত্ব গ্রামেগঞ্জের পাহাড়ের আনাচে কানাচে দূর্গম এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেছে। রোডঘাট স্কুল, কলেজ, মাদ্রাসা, গীর্জা, মন্দির বা কিয়াং সহ ঘরে ঘরে বিদুৎ আলোকিত করেছে। গণসংযোগ নেতারা এ সরকার সকল সম্প্রদায়ের শান্তি প্রিয় সুফল সরকার নৌকা ছাড়া উন্নয়ন ডিজিটাল দরিদ্রের বিমোচন নির্মূল সামনে স্মাট বাংলাদেশ গড়ে তুলতে চাই।

আগামী ৭ তারিখ দীপঙ্কর তালুকদার শুভ দিন নৌকা মার্কায় দিন, দীপংকর তালুকদার এমপিকে নৌকা মার্কায় জয়যুক্ত করে ফুলের মালা পড়িয়ে এলাকার উন্নয়ন সাধিত করবেন। সুস্থ শান্তি পরিবেশে সঠিক প্রার্থীকে যাতে সাধারণ জনগণ ভোট প্রদান করতে পারে এটা সকলের কাছে অনুরোধ করেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

রাজস্থলীতে নৌকা প্রতীক দীপঙ্কর তালুকদার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশিত: ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
print news

চাইথোযাইমং মারমা, রাজস্থলীঃ

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউপি শাখা আওয়ামীগ ও অঙ্গসংগঠন এর উদ্যােগে দীপঙ্কর তালুকদার এমপি রাঙ্গামাটি জেলা ২৯৯ আসন নৌকা প্রতীকের প্রচারণা শুরু হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের দূর্গম এলাকায় নাইক্যছড়া, বুংবাই ডং, নাইক্যছড়া আগা পাড়াতে দলীয় নেতাকর্মীরা লিফলেট পোষ্টার, সিএনজি গাড়ি নৌকা প্রতীক মাইকিং মাধ্যমে প্রচার প্রচারণা করে প্রতিটি ঘরে নৌকা প্রতীক লিফলেট পোষ্টার বিতরণ গণসংযোগ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা সিনিযর সহসভাপতি পুলক বড়ুয়া, ৩নং বা: হা: ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার যুবলীগ সেক্রেটারি সুইচাপ্র মারমা সহ সভাপতি বিশ্বনাথ চৌধুরী, নির্বাহী সদস্য পুলক চৌধুরী জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, ছাত্রলীগ সেক্রেটারি নয়ন দে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি বিকাশ দে, চাইথোযাইমং মারমা, ইউপি শাখা সাবেক সেক্রেটারি আলমগীর, ধর্ম বিষয়ক মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক মো: কামাল, নজরুল মেম্বার যুবলীগ ইউপি শাখা সভাপতি, মো: মাসুম তালুকদার সেক্রেটারি অংসুইনু সহ সভাপতি জয় দে, স্বেচ্ছাসেবক লীগ ইউপি সভাপতি আলুমং মারমা, কারবারী সুইক্যচিং মারমা হলাথোয়াই গঞ্জ কারবারী মংসুইউ সহ অনুপম বড়ুয়া মাসুম সর্দার মংক্যচিং মারমা মো: সাহেদ আওয়ামীলীগ নেতা মংসাথোয়াই মারমা উখ্যাই  চৌধুরী উথোয়াইমং মারমা সহ তৃনমূল পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশগহণ করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩নং বাঃ হাঃ ইউপি প্রাঙ্গণ মাঠে আওয়ামীলীগ নেতারা জড়ো হয়। এরপর হাতে লিফলেট পোষ্টার মোটর বাইক শোভা যাত্রার ইউপি চেয়ারম্যান আদোমং মারমার নেতৃত্বে নৌকা প্রতীক ২৯৯ আসন রাঙ্গামাটি জেলা দীপঙ্কর তালুকদার এমপির পক্ষে প্রচারণা স্থানীয় তৃনমূল পর্যায় নেতারা দলে দলে নাইক্যছড়া পাড়া উদেশ্য রওনা হয়। নৌকা প্রতীকের দলীয় নেতারা বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধের কাছে সকলে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। নাইক্যছড়া পাড়া মাঠে দলীয় নেতারা স্লোগানের মাধ্যমে ও শান্তি পায়রা কবুতর উড়িয়ে প্রচারণা শুরু করা হয়েছে।

আগামী ৭ জানুয়ারি রাঙ্গামাটি জেলা বীর মুক্তিযোদ্ধা সকলের জনপ্রিয় নেতা দীপঙ্কর তালুকদার এমপিকে নৌকা মার্কায় মূল্যবান ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী গড়ে তুলুন এবং পুনরায় প্রধানমন্ত্রী দেখতে চাই। দীপঙ্কর তালুকদার এমপির নেতৃত্ব গ্রামেগঞ্জের পাহাড়ের আনাচে কানাচে দূর্গম এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেছে। রোডঘাট স্কুল, কলেজ, মাদ্রাসা, গীর্জা, মন্দির বা কিয়াং সহ ঘরে ঘরে বিদুৎ আলোকিত করেছে। গণসংযোগ নেতারা এ সরকার সকল সম্প্রদায়ের শান্তি প্রিয় সুফল সরকার নৌকা ছাড়া উন্নয়ন ডিজিটাল দরিদ্রের বিমোচন নির্মূল সামনে স্মাট বাংলাদেশ গড়ে তুলতে চাই।

আগামী ৭ তারিখ দীপঙ্কর তালুকদার শুভ দিন নৌকা মার্কায় দিন, দীপংকর তালুকদার এমপিকে নৌকা মার্কায় জয়যুক্ত করে ফুলের মালা পড়িয়ে এলাকার উন্নয়ন সাধিত করবেন। সুস্থ শান্তি পরিবেশে সঠিক প্রার্থীকে যাতে সাধারণ জনগণ ভোট প্রদান করতে পারে এটা সকলের কাছে অনুরোধ করেন।