চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নে তাইতং পাড়া ইয়ং ষ্টার ক্লাবের উদ্যোগে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঐ ইউনিয়নের তাইতং পাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৫৬ বেঙ্গলের রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর আবদুলাহ আল মাহিন। এ সময় গাইন্দ্যা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ সাম্রূচাই মারমা জানান, আমার বয়স প্রায় ৮০ বছর। ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ১ হতে দেড় হাজার।’
এ বিষয়ে আগত অতিথিরা জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো। ফুটবল টুর্নামেন্টে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কুইক্যাছড়ি নিউ ষ্টার এফসি দল ১-০ গোলে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আড়াছড়ি হেডম্যান পাড়া এফসি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে মানিপ্রাইস ও ট্রফি এবং পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে মানিপ্রাইস ও ট্রফি পুরস্কার প্রদান করা হয়েছে।
ছবি ক্যাপসনঃ রাজস্থলীতে ফাইনাল ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন রাজস্থলী ক্যাম্প অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মাহিন।