উচ্চপ্রু মারমা, রাজস্থলীঃ
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় ভূট্টাবীজ পেল ৪০ জন দরিদ্র কৃষকের মাঝে ভুট্টার বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে কারিতাস বাংলাদেশ এবং বাংলাদেশ গম ও ভূট্টা গভেষনা ইনিস্টিউটের উদ্যোগে বারী ভূট্টূা ১৭ ও বারী মিষ্টি ভূট্টা ১, ৪০ জনকে ৪০ কেজি বীজ বিতরন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সজীব কান্তি রুদ্র, মো: মামুন সিকদার মাঠ কর্মকর্তা সিপিপি পিএইপি ২ কারিতাস বাংলাদেশ, পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার রতন দেব, প্রকল্পের মাঠ সহায়ক রবিউল ইসলাম মাএনু মারমা, উনুসিং মারমা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা