রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আদোমং মারমা নিখোঁজ রয়েছেন।
রবিবার (২৫ আগষ্ট) সকাল ১২টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রায় ১২ ঘন্টার পর রবিবার রাত ১২ টায় এই ঘটনাটি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন নিখোঁজের পরিবার। রবিবার সকাল ১০ টায় বাসা থেকে রাজস্থলীর উদ্দেশ্য যাওয়ার জন্য বের হন। এরপর তিনি আর বড়িতে ফিরেননি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম বলেন, থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমাদের টিম সব জায়গাতে খোঁজ খবর নিচ্ছেন। পরবর্তীতে পরিবাররে পক্ষ হতে মামলা করা হবে বলে ওসি জানান।
ছবি ক্যাপসনঃ ইনসেটে বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা।