বিশেষ প্রতিবেদকঃ
রাঙ্গামাটির জেলা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ব্রীজ সংলগ্ন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩ টায় বাঙ্গালহালিয়া বাজারের ব্রীজের পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই মরদেহটি মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকের কাজ করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চন্ত্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান কামাল বলেন, ‘অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে দেখতে পেয়ে আমাদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি লোকটি মানসিক ভারসাম্যহীন, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার পথে প্রান্তে ঘুরে বেড়াতেন বলে জানা যায় ।
প্রচন্ড গরম বা হিট ষ্টক করে কোনো এক সময় মারা গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
উক্ত বেওয়ারিশ লাশের কোন এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশের প্রাথমিক সুরতহাল করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের যথাযথ ব্যবস্থা নিচ্ছেন বলে গণমাধ্যম কে ওসি জানান।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা