উচ্চপ্রু মারমা, রাজস্থলীঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রবিবার (২১ এপ্রিল) উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁরা হলেন, রাজস্থলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উবাচ মারমা, বাঙ্গালহালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উয়েমং মারমা, ও রুপান্তর বাংলা পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন রানা।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র ১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনি হলেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বর্তমান ২ নং গাইন্দ্যা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা গৌতমী খিয়াং ও রাজু আক্তার। আগামী ২১ মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা