সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ির রামগড়ে ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাময়াতে ইসলামী।
শনিবার (২৪ মে) বিকেলে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে রামগড় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফয়জুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ সদস্য বাবু মংপ্রু চৌধুরী, রামগড় ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি পিলিপস হালদার, ত্রিপুরা সম্প্রদায়ের পাগলাপাড়া এলাকার কার্বারী নমিন্দ্র ত্রিপুরাসহ প্রমুখ।
সকল ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের অধিকার ও নিরাত্তার নিশ্চয়তা দিয়ে সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, দুর্নীতিমুক্ত, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের সমর্থন দিয়ে একবার ক্ষমতায় যেতে দিয়ে পরীক্ষা করার আহবান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা