সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মমতা আফরিন।
এসময় প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন, রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল - সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ মিঠু, পৌর বিএনপি সভাপতি জসিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সরকারি - বে সরকারী কর্মকর্তা, বিভিন্ন মসজিদের পেশ ইমান, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
সভায় আসন্ন ঈদুল ফিতর ও গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা- জাতীয় দিবস শান্তিপুর্নভাবে উদযাপনের লক্ষে নানা সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা