সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ির রামগড়ে শহিদুল ইসলাম ফরহাদ (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শহিদুল ইসলাম, রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের বাগানটিলার আবুল বাসারের ছেলে।
মঙ্গলবার (২ মার্চ) সকাল ১১টায় বাড়ির পাশেই এই ঘটনা ঘটে। পারিবারিক ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, মাটিকাঁটার বিশাল গর্তে জমে থাকা পানিতে ডুবে শহিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামগড় সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রামগড় থানার (ওসি) দেব প্রিয় দাশ জানান, শিশু মৃত্যুর ঘটনা খুবই দুঃখ জনক। আমাকে কেউ অবগত করেনি এবং এ বিষয়ে থানায় কোন মামলাও হয়নি।