সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউনিয়নের অধিন্থ মধ্যম লামকুপাড়াতে পারিবারিক জমি সক্রান্ত বিষয়ে বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে মারামারিতে ছোট ভাই জানু মিয়া (৪৭) চেয়ারের আঘাতে মারাত্মক ভাবে আহত হয়েছে বড় ভাই আব্দুর রহমান (৫২)। ৪ মার্চ (মঙ্গলবার) রাতে এই ঘটনা ঘটে।
অভিযোগকারী আব্দুর রহমান (৫২) জানান, জানু মিয়া আমার ছোট ভাই। তার সাথে জমি নিয়ে আমার তর্ক-বির্তক হয়। বাবার সম্পত্তি ভাগ হওয়ার পর জানু মিয়া বোনদের সম্পত্তি না দিয়ে সে জমিতে জোর করে বালু উত্তোলন করছে দীর্ঘদিন যাবত। সে আওয়ামী লীগের কর্মী হওয়ায় ভয়ে আমার বোন, বোনাই এবং আমরা কেউ সম্পত্তি নিয়ে কথা বলতে পারিনি। এক পর্যায়ে পারিবারিক সম্পত্তির একটা সমাধান করা হয়। যে জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেটা হচ্ছে আমার ছোট বোন লায়লার অংশ। তাদের ভাগের জমি থেকে জানু মিয়া বালু উত্তোলন করবে, আর ছোট বোনকে এক লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরর্বতীতে টাকাও দিয়েছে মঙ্গলবার বিকেলে।
আব্দুর রহমান আরো বলেন, সব কিছু সমাধান হওয়ার পর রাতের বেলায় আমার আরেক ছোট বোনের জামাই জসিম দর্জি কথা আছে বলে ডেকে তার ঘরে নিয়ে যায়। আমি যাওয়ার পর জানু মিয়া কোন কথাবার্তা ছাড়াই আমার মাথায় চেয়ার দিয়ে আঘাত করে এর পর আর হুশ ছিলো না আমার। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
ঘটনার বর্ণনায় নুর হোসেন জানান, যে জমি নিয়ে ২ ভাইয়ের মারামারি হয়েছে সে জমিটা আমার শশুর গফুর মিয়ার নামে।পারিবারিক ভাবে আমার স্ত্রী লায়লা বেগম বালু উত্তোলনের জমিটা তার ভাগে পেয়েছে। কিন্তু জানু মিয়ার দখলে থাকাতে জমি টা আমার স্ত্রী দখল করতে পারেনি। অনেকবার পারিবারিক বিচার হয়েছে কিন্তু কোন সমাধান করা সম্ভব হয়নি। আমার স্ত্রীর বড় ভাই আব্দুর রহমান তিনি বোনদের সম্পত্তি বুঝে দেওয়ার জন্য সব সময বলতেন এই জন্যেই তার মাথা ফাটিয়ে দিলেন ছোট ভাই জানু মিয়া।
এই ঘটনার বিস্তারিত জানতে একাধিক বার মুটোফোনে জানু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত চিকিৎসক ডাঃ বিজয় মজুমদার জানান, মারামারি ঘটনায় আব্দুর রহমান নামে এক ব্যাক্তি হাসপালে ভর্তি হয়েছে। তার মাথায় মারাত্মক জগম হয়েছে এবং অনেকগুলো সেলাই করতে হয়েছে। চিকিৎসা চলমান রয়েছে।।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা