সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-র খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকালে রামগড় উপজেলা প্রেস ক্লাবে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
রামগড় পৌর শাখার সভাপতি মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এ সময় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশকনা সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় সভায় পার্বত্য চট্টগ্রাম সহ পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে ভুমি বিরোধ নিষ্পত্তি সহ গুরুত্বপূর্ণ আলোচনা করে উপস্থিত বক্তারা।
এছাড়াও সাংগঠিক সভায় পিসিএনপির উপজেলা কমিটি সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক কাজী মহিন উদ্দিন দুলাল, পৌর শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আইন বিষযক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, পিসিএনপির উপজেলা মহিলা পরিষদের সভাপতি রোকেয়া বেগম, পৌর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কামরুন নাহার, প্রস্তাবিত ছাত্র পরিষদ নেতা রিয়াদ হোসেন সহ পিসিএনপির সিনিয়র ও পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।