বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে রামগড় পৌরসভার ০৯ নং ওয়ার্ডের দারাগো পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ১০টি মাদক মামলার পলাতক আসামি মো. নুরুন্নবী (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত নুরুন্নবী রামগড় পৌরসভার ০১ নং ওয়ার্ডের শ্মশানটিলা এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,১৯০ টাকা উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েলের নির্দেশনায় চলমান মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হয়েছে। অভিযানের পর গ্রেফতারকৃত নুরুন্নবীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি জেলা পুলিশ জানায়, জেলার মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।