সাইফুল ইসলাম, রামগড়ঃ
শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস ২০২৫ নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রামগড় উপজেলা ও পৌর বিএনপির সার্বিক সহযোগিতায় এবং উপজেলা, পৌর শ্রমিকদলের আয়োজনে ১লা মে বৃহস্পতিবার সকালে দলীয় অফিসের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের গুরুত্বপূন্য সড়ক প্রদক্ষিণ শেষে লেকস্থ পাড়ে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন হারুন সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব ব্যানারে দিবসটি উদযাপন করেছে।
মন্তব্য করুন