সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনে আওয়ামী যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৬ জুলাই) সকাল ১১ টায় রামগড় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিয়া শীল পিংকির সভাপতিত্বে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাছিমা আহসান লীলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর প্রমুখ।
এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।