সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ির রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে ২ নারী মাদক কারবারীকে ৬০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই এ,বি,এম তারেক হোসেন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৩১/১২/২০২৪ তারিখ ২১.৪৫ ঘটিকায় বাজারের মধুবন শো-রুমের সামনে থেকে তাদের আটক করেন।
অভিযান টিম সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পূর্বের ১৩টি মাদক মামলা রয়েছে বিভিন্ন থানায়। আটককৃতরা হলেন, মুন্নি আক্তার (৪২), স্বামী- আজহার উদ্দিন, সাং- আকবরশা বিশ্ব কলনী চট্টগ্রাম, প্রিয়া রানী মালাকার (৫০) স্বামী রতন মালাকার, সাং- কৈলবধাম আকবরশা, চট্রগ্রাম। মাদক ব্যবসায়ী মুন্নি আক্তার (৪২) এর পূর্বের মামলার তথ্যাদিঃ- ০১) খাগড়াছড়ির গুইমারা থানার, এফআইআর নং-১, তারিখ- ০৫ অক্টোবর, ২০১৮; জি আর নং-৪১৯/১৮, তারিখ- ০৬ অক্টোবর, ২০১৮; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। ০২) রামগড় থানার, এফআইআর নং-৩, তারিখ- ০৭ আগস্ট, ২০১৮; জি আর নং-৩০৯/১৮, তারিখ- ০৮ আগস্ট, ২০১৮; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। ০৩) সিএমপি এর বায়েজিদ বোস্তামি থানার, এফআইআর নং-৬১/১৬৩, তারিখ- ২৫ মার্চ, ২০১৭; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। ০৪) সিএমপি এর বায়েজিদ বোস্তামি থানার, এফআইআর নং-২৬/৪৬৫, তারিখ- ১৬ নভেম্বর, ২০১৬; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। ০৫) সিএমপি এর বায়েজিদ বোস্তামি থানার, এফআইআর নং-৪৯, তারিখ- ২৭ এপ্রিল, ২০১৬; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। ০৬) রাঙ্গামাটি এর কাউখালী (বেতবুনিয়া) থানার, এফআইআর নং-৪, তারিখ- ২০ ফেব্রুয়ারী, ২০১৬; জি আর নং-৫৫/১৬, তারিখ- ২১ ফেব্রুয়ারী, ২০১৬; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। ০৭) কাউখালী (বেতবুনিয়া) থানার, এফআইআর নং- ২, তারিখ- ১০ এপ্রিল, ২০১৩; জি আর নং-৭৩/১৩, তারিখ- ১১ এপ্রিল, ২০১৩; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ০৮) মাটিরাঙ্গা থানার, এফআইআর নং-৪, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৪, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। ০৯) গুইমারা থানার, এফআইআর নং-১/১৬, তারিখ- ১৩ জুলাই, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। ১০) সিএমপি এর আকবর শাহ্ থানার, এফআইআর নং-১/২৮৫, তারিখ- ০১ নভেম্বর, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। মাদক ব্যবসায়ী প্রিয়া রানী মালাকার (৫০) এর পূর্বের মামলার তথ্যাদিঃ- ০১) খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার, এফআইআর নং-৪, তারিখ- ০৩ ডিসেম্বর, ২০২২; জি আর নং-১২৫, তারিখ- ০৩ ডিসেম্বর, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। ০২) সিএমপি এর আকবর শাহ্ থানার, এফআইআর নং-১৭/২৬২, তারিখ- ১৭ নভেম্বর, ২০২১; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। ০৩) মাটিরাঙ্গা থানার ,এফআইআর নং-৪, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৪, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করা। তাদের ২জনের বিরুদ্ধে রামগড় সহ বিভিন্ন থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। ১লা জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে আসামিদের সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা