রামগড় প্রতিনিধিঃ
৬ষ্ঠ রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ হাজার ৮৪৩ ভোট। তাঁর নিকটতম প্রার্থী ছিলেন পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের। দোয়াত-কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ৪৪৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মোবারক হোসেন বাদশা ১০৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী ছিলেন টিয়া পাখি প্রতীকে আনোয়ার ফারুক ৪৪১৫ ভোট পেয়েছেন। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নীলা ১৬ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী হাছিনা আক্তার কলস প্রতীক নিয়ে ৭ হাজার ৫৬৩ ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রামগড়ে চেয়ারম্যান পদে ৩জন ও ভাইস চেয়ারম্যান পুরুষ ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদন্ধীতা করেছে।
যারা পরাজিত হলেন চেয়ারম্যান পদে আব্দুল কাদের, কংজঅং মার্মা, ভাইস চেয়ারম্যান পদে আনোয়ার ফারুক, ওমর ফারুক, শামছুদ্দিন মিলন, নুরুল আমীন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা