রামগড় প্রতিনিধিঃ
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় রামগড় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সব সদস্যদের মতামতের ভিত্তিতে উৎসবমুখর পরিবেশে ভোটাভুটির মাধ্যমে ৮ সদস্য বিশিষ্ট কার্যকরী নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।
পরিষদের আট সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের রামগড় উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশবাংলা পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন।
এছাড়াও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন – সহ সভাপতি শাহাদাত হোসেন কিরণ দৈনিক নয়া বাংলা, প্রতিনিধি, সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা দৈনিক আমাদের সময় প্রতিনিধি, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তা ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার প্রতিনিধি, দপ্তর সম্পাদক বাংলাদেশ টুডে ও আলোকিত পাহাড় পত্রিকার প্রতিনিধি, শাহেদ হোসেন রানা এবং প্রচার প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম দৈনিক সমাচার রামগড় উপজেলা প্রতিনিধি।