সাইফুল ইসলাম, রামগড়ঃ
সরস্বতী পূজা মণ্ডপে মদ খেয়ে চা শ্রমিকদের ২ গ্রুপের মাঝে সংঘাত সৃষ্টি হয়, এতে ৫ জন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আহত ব্যাক্তিরা হলেন, কুমার ত্রিপুরা (৪০), পিতা- পূর্ণ ত্রিতুরা, শ্যামল ত্রিপুরা ( ২০), পিতা- রবিন ত্রিপুরা, কসম ত্রিপুরা, পিতা- হানাফ, বাফ্রু মার্মা ( ২৭), পিতা- আবাই মার্মা, দয়ান ত্রিপুরা (৩১), পিতা- রস কুমার ত্রিপুরা, উভয় সাং বাজার চৌধুরী পাড়া।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) ২ঘটিকার সময় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজার ইউনিয়ন রামগড় চা বাগানে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী মুন্না ত্রিপুরা (২৩) জানান, গতকাল সোমবার ৩ ফেব্রুয়ারি চা বাগানের বাজার চৌধুরী ব্লকে স্বরস্বতী পূজার অনুষ্ঠান করছিলাম। রাতের বেলায় ২৫নং ব্লক থেকে কয়েকজন শ্রমিক মদ খেয়ে অনুষ্ঠানের লোকজনদের গালি দিচ্ছে এসময় আমরা তাদের বাঁধা দিলে মারামারি শুরু হয়। এই ঘটনা রাতেই সমাধান করা হয়।
আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী আমাদের পাড়া থেকে শ্রমিকরা কাজে গেলে ২৫নং ব্লকের লোকজন কুমার ত্রিপরা, শ্যামল ত্রিপুরা, কসম ত্রিপুরাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। পরে উভয়ের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। বাজার চৌধুরী পাড়ার এখনো ৪জন নিখোঁজ রয়েছে। তারা হলেন জীবন ত্রিপুরা, হৃদয় ত্রিপুরা, জয়ন্ত ত্রিপুরা, সবুজ ত্রিপুরা।
মুন্না ত্রিপরা বলেন, বিজিবি ক্যাম্পে আমরা জানিয়েছি। বাগান কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কারো কোন সহযোগিতা পাইনি। আমাদের নিখোঁজ হওয়া ব্যক্তিরা কোথায় আছে জানিনা।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত চিকিৎসক জানান, মারামারিতে ২ জনের মাথায় মারাত্মক জখম হয়েছে। সবাইকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন