সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধিঃ
বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী (বুধবার) বিকেল ৩ঘটিকার সময় রামগড় স্থলবন্দর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বন্দর ইনচার্জ মোঃ আমান উল্ল্যাহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম, মোঃ শামীম আলম যুগ্ম সচিব, সদস্য ট্রাফিক ব্যবস্থাপক লেঃ কর্ণেল মোশারফ হোসেন অধিনায়ক ৪ বিজিবি ফেনী, লেঃ কর্ণেল জেএএম বখতিয়ার উদ্দিন, এএফডব্লিওসি, পিএসসি, জিএমও- ১, (অবঃ) সদর দপ্তর ২৪ পদাতিক ডিবিশন, মোঃ পায়েল পাশা, যুগ্ম কমিশনার, কাস্টমস এক্সাইস ভ্যাট কমিশনারেট, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব গোলাম কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ১ পরিচালক মনোয়র মোকারম, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব টিনা পাল, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাতে স্থানীয় অংশিজনরা বলেন স্থলবন্দর চালু হলে অর্থনৈতিকভাবে, রামগড়ের ব্যবসায়ীরা লাভ বান হবে, স্থলবন্দর চালুর বিষয়ে জোর দাবী জানান তারা ।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা