মথি ত্রিপুরা; ভ্রাম্যমান প্রতিনিধি:
বান্দরবানে রুমা উপজেলা আফিমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্যে ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৫ এপ্রিল) রাতে রুমা সদরের থানাপাড়া সেগুন বাগান এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন – রুমা ৭নং রেমাক্রি প্রাংসা ইউনিয়ন, ৮ নং ওয়ার্ড, নতুন ম্রংখ্যং পাড়া, মৃত: বদলা ত্রিপুরা’র ছেলে গিরেন্দ্র ত্রিপুরা (৩৮), অপরজন রুমা সদর ইউনিয়নের সালেম পাড়ানিবাসী তিমথি ত্রিপুরা (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ আফিম পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে সেগুন বাগান এলাকায় যোসেফ ত্রিপুরার বাড়ি থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়।এ সময় তল্লাশি চালালে ৮ শত গ্রাম পরিমানের আফিম উদ্ধার করা হয় এবং গিরেন্দ্র ও তিমথি ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। আফিমগুলোর বাজারের মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা হবে বলে ধারণা করেন আইনশৃঙ্খলা বাহিনী।
রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো : সোহরাওয়ার্দি জানান, গত ৫ এপ্রিল রোজ শনিবার রাতে রুমা থানাপাড়া সেগুন বাগান এলাকার যোসেফ ত্রিপুরার বাড়ি থেকে আফিমসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন