সিএচটি বার্তা ডেস্ক উথোয়াই চিং মার্মা রনি
১৭ মার্চ ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুমায় আসন্ন উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের হালচাল।

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই মাথায় ভরা চিন্তা ও শত ব্যস্ততা নিয়ে সময় কাটাচ্ছেন রুমা উপজেলার চেয়ারম্যান-পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান সম্ভাব্য পদ প্রার্থীগণ।

নির্বাচনে অংশগ্রহণ করতে এবারে নতুন ও পুরান মিলে  রুমা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠন থেকেই উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন চারজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন। মোট এগারো জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এখন অপেক্ষমাণ কবে ঘোষণা করা হবে তপশীল। তবে এই উপজেলায় বিএনপি বা অন্য কোন দলের প্রার্থীতার কোন খবর পাওয়া যায়নি।
রুমা উপজেলা পরিষদ ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায়  প্রায় ২২ হাজার ৪৯৯জনের বেশি ভোটার রয়েছে। বতর্মানে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন উহ্লাচিং মার্মা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

তিনি বর্তমানে রুমা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার মধ্যে বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেছিলেন। জয়লাভ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন  কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।টানা দ্বিতীয়বার জয়ের আশায় তিনি আবারও উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে লড়বেন বলে জানা গেছে।

এই উপজেলার আর এক পরিচিত মুখ টানা তৃতীয়বারের মতো সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও বর্তমানে রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শৈমং মারমা শৈবং এবার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে জানা গেছে। উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সাবেক ইউপি. চেয়ারম্যান শৈউসাই মার্মাও উপজেলা চেয়ারম্যান পদে প্রত্যাশী। যদি জেলা আ.লীগ থেকে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সমর্থন  দিলে এবারের  নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকদের।

আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে গত ৩রা মার্চ জেলা ও উপজেলার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা বান্দরবান জেলা পরিষদে বৈঠক করা হয়েছে বলে জানা গেছে। এবারের নির্বাচনে বর্তমানে উপজেলা চেয়ারম্যান তিনি একজন শক্ত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এই উপজেলার আর এক আলোচিত প্রার্থীর নাম বোঅংসিং মারমা। তিনি উপজেলা সেচ্ছাসেবক লীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে উপজেলা আওয়ামী রাজনীতির সাথে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে তিনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। নতুন মুখদের মধ্যে এবারের নির্বাচনে অংশগ্রহনের জন্য অনেকেই আশায় বুক বাঁধছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ফরম সংগ্রহ ও জমা দেয়া শেষ হয়েছে। দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা এসব দলীয় ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের হ্যাডকমন নির্দেশনার মোতাবেক গত ৭ মার্চ থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিক্রি শুরু হয়। এতে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে চারজন। পুরুষ চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা ফরম সংগ্রহ করেন।

তারা আরো জানান, উপজেলা চেয়ারম্যান পদে প্রতিটি ফরম এর মূল্য পাঁচ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিটি ফরম বিপরীতে তিন হাজার করে ফরম বিক্রি করা হয়েছে।

রুমা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুমংসিং মারমা জানান, মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা যথাযথ দায়িত্বশীল হয়ে পূরণ করে জমা দিয়েছেন।
চেয়ারম্যান সম্ভাব্য পদ প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, বর্তমানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উহ্লাচিং মারমা,আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সদর ইউনিয়নের টানা তৃতীয়বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শৈমং মারমা শৈবং, সাবেক গালেঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও রুমা আওয়ামী লীগের সহ-সভাপতি শৈউসাই মারমা ও সেচ্ছাসেবক লীগের জয়েন্ট সেক্রেটারী বোঅংসিং মারমা।

Facebook Comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের মাঝে লংগদু ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

স্বামীর নির্যাতনের বিরুদ্ধে জিডি করলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

রাষ্ট্র আমাদের আলাদা দৃষ্টিতে দেখে;  আদিবাসী ছাত্র সমাজ।

হাইকোর্টের রায়ের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিখোঁজ হন, রাজস্থলী সাবেক মেম্বার আমেরিকা তনচংগ্যা

আলীকদমের ম্রো শিক্ষার্থী খাগড়াছড়িতে ঘুরতে গিয়ে  অপহরণের শিকার

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে রিকশা উল্টে মায়ের কোল থেকে খালে তলিয়ে যাওয়া ৬ মাসের শিশু সেহরিশের মৃতদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার

বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকছড়িতে ফুটবল আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যু

১০

থানচিতে রিলং পোয়েঃ উৎসবের মৈত্রীময় পানি ছিটিয়েছে তরুণ-তরুণীরা

১১

থানচিতে গুড ফ্রাইডে দিনের বিশেষ উপহার দিচ্ছেন সেনাবাহিনী

১২

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু!

১৩

গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

১৪

রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ সোনাইছড়িতে মাহা সাংগ্রাই জলকেলি উৎসব ২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত

১৫

লংগদুতে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

১৬

পছন্দের মানুষ বেছে নিতে জলকেলিতে মাতল মারমা তরুণ-তরুণীরা

১৭

গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

১৮

সাংগ্রাই উৎসব ঘিরে মেতেছে মানিকছড়ি গঞ্জপাড়া তরুণ তরুণী

১৯

বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা ও লোকজ ক্রীড়া উৎসব।

২০